প্রকাশ :: ... | ... | ...

আগামী ৭ নভেম্বর স্মরণকালের বিশাল শোডাউন করবেন শাহআলম


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

আগামী ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শাহআলম। ফতুল্লার ডিআইটি মাঠ থেকে এই বিশাল র‌্যালি শুরু হবে বলে জানা গেছে। এই শোডাউনকে সফল করতে সোমবার রাতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামীকাল থেকে র‌্যালি সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। নেতাকর্মীরা জানিয়েছেন, বাদ্য-বাজনা, ব্যানার-ফেস্টুন ও হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে হবে এ র‌্যালি। আলহাজ্ব মোহাম্মদ শাহআলম নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি সারা দেশে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হলেও নারায়ণগঞ্জ-৪ আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, জমিয়ত নেতা মনির হোসাইন কাসেমীকে আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি। তবে শাহআলমকে মনোনয়ন না দেওয়া হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের চাপ রয়েছে যাতে তিনি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকেন। শাহআলমের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এবারের নির্বাচনী লড়াইয়ে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন এবং পিছু হটবেন না।