প্রকাশ :: ... | ... | ...

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতকের জানাজায় ছাত্রলীগ নেতা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন (৪৫)। সোমবার (১০ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে তিনি বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় পুলিশ পাহারায় জানাজায় অংশ নেন। থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী একটি মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠায়। গ্রেপ্তারের পর সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম অসুস্থ হয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল চারটার দিকে নবজাতক সন্তানের জন্ম দেন হাফেজা বেগম। ওই দিন রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সোমবার বিকেলে প্যারোলে ৩ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে সুমন স্ত্রী ও নবজাতকের জানাজায় অংশ নেন। বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ বিষয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সুমন তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছিলেন। জানাজা শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। স্ত্রী ও নবজাতকের জানাজায় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দাফন শেষে পুলিশ পাহারায় সুমনকে আবার কারাগারে নেওয়া হয়।