দল আসবে যাবে। ক্ষমতা আসবে যাবে। নীতি ও নৈতিকতা সবার উপরে থাকতে হবে। এক দল ক্ষমতায় আসবে, আরেক দল ক্ষমতায় বসবে আবার তারা ও কালের বিবর্তনে চলে যাবে, থেকে যাবো আমরা। এটা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি। আওয়ামীলীগ, বিএনপি, জামাত, হেফাজত ইত্যাদি ইত্যাদি সবাই তো এই দেশের নাগরিক, তারা আমাদের প্রতিবেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ অন্য ধর্মের মানুষ কি আমাদের প্রতিবেশি নয়? উত্তরে বলব হ্যাঁ। আমাদের প্রতিবেশি, আমরা কারো মনে কষ্ট দিতে পারি না। পারি না তাদের দেশ ত্যাগ করানো, জায়গা-জমি জব্দ করা। ভাংচুর, লুটপাট, ডাকাতি করা কোনমতে কাম্য নয়। আমরা তো বলি দেশ স্বাধীন হয়েছে, তবে আমরা একবার মনের ভিতর প্রশ্ন করিতো! আমরা কি সভ্য হয়েছি? উওরটা আপনারা দিবেন, আমি কিছু বলব না। আমি সব সময় একটা জিনিসে বিশ্বাসী ছিলাম এখনও আছি তাহলো- আমরা কারো বিশ্বাস, মূল্যবোধ, চিন্তা- চেতনা, বাক স্বাধীনতায়, ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। যদি এমন হয় দল আর বিশ্বাস থাকার কারনে এক দল আরেক...